আগরতলা, ২৫ নভেম্বর : গোমতি জলবিদ্যুৎ কেন্দ্রের পুনরুজ্জীবন এবং গোমতি নদীর উৎসমুখ তীর্থমুখে আসন্ন মকর সংক্রান্তি মেলা সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ নিগম লিমিটেডের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুর সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা।
এদিন বিধায়ক সঞ্জয় মানিক বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপক অধিকর্তার সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন। বৈঠকে ব্যবস্থাপক অধিকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন নিগমের ডিজিএম কর্পোরেট শিশির দেববর্মাও।
এদিন বিধায়ক বলেন, যেহেতু গোমতি জল বিদ্যুৎ কেন্দ্রটি তার বিধানসভা কেন্দ্রের অধীনে রয়েছে। তাই দ্রুত তিনি চেয়েছেন এই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হোক। নিগম অধিকর্তা শ্রী বসু জানিয়েছেন, খুব শীঘ্রই এনএইচপিসি বিশেষজ্ঞদল জল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন এবং কিভাবে এর পুনরুজ্জীবন ঘটিয়ে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা যায় সে বিষয়ে মতামত প্রদান করবেন।
পাশাপাশি মকর সংক্রান্তির মেলায় বিদ্যুৎ ব্যবস্থাপনা সহ নানা বিষয় নিয়ে বিধায়ক এদিন কথা বলেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই জেলা প্রশাসন, বনদপ্তর, বিদ্যুৎ নিগম, পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তর কে নিয়ে বিধায়ক এলাকা ঘুরে দেখবেন এবং তীর্থ মুখের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন। এ বিষয়ে তিনি বিদ্যুৎ নিগমের সার্বিক সহযোগিতাও চেয়েছেন।