নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): বায়ুদূষণে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে। বিগত কয়েকদিনের তুলনায় সোমবার দিল্লির বাতাসের গুণগতমানের সামান্য উন্নতি হলেও, এদিনও রাজধানীর বাতাসের গুণমান ছিল মন্দ। এই আবহে সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন সাইকেল চালিয়ে সংসদে এলেন তেলুগু দেশম পার্টির সাংসদ আপ্পালা নাইডু কালিশেট্টি।
হলুদ রঙের সাইকেল চালিয়ে সংসদে এসে রীতিমতো চমকে দিয়েছেন টিডিপি-র এই সাংসদ। কেন সাইকেল চালিয়ে সংসদে এসেছেন, তাও জানিয়েছেন টিডিপি সাংসদ। তিনি বলেছেন, “দিল্লির দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে সাইকেল চালিয়ে এসেছি। দূষণ খুবই বিপজ্জনক এবং নিয়ন্ত্রণ করা উচিত।”