আগরতলা, ২৫ নভেম্বর: পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে রাতের আঁধারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে সাংবাদিক সুজিত আচার্য্য।পরবর্তীতে ছয়জন দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, সাংবাদিক আক্রান্তের ঘটনায় আমলতী থানার সামনে ধর্ণায় বসলেন অন্যান্য সাংবাদিকরা। পরবর্তী সময়ে থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে অনুকূল ঠাকুরের উৎসবের কাজ সেরে বাড়ি ফেরার পথেই আমতলীতে সুজিতের উপর এই আক্রমণ সংঘটিত হয়েছে। দুষ্কৃতিকারীরা লোহার রড দিয়ে সাংবাদিকের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় হামলা চালায়। সাংবাদিক সুজিত আচার্জী এই মুহূর্তে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। এদিকে, আমতলী থানার পুলিশ ওই ঘটনার সাথে জড়িত ছয়জন যুবককে আটক করেছে।
এদিকে, সাংবাদিক আক্রান্তের ঘটনায় আমলতী থানার সামনে ধর্ণায় বসলেন অন্যান্য সাংবাদিকরা। পরবর্তী সময়ে থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। তাছাড়া, ওই ঘটনায় আগরতলা প্রেস ক্লাব পরিচালন কমিটি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। কারণ, রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা দিন দিন বেড়ে চলছে। সোমবার ভোর রাতে পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে টাইমস টুয়েন্টিফোরের চিত্রসাংবাদিক সুজিত আচার্যর উপরে কিছু দুস্কৃতিকারী প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে হামলা চালায়। এতে শ্রীআচার্য গুরতর আহত হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। আগরতলা প্রেস ক্লাব আশাকরে পুলিশ ঘটনায় যুক্ত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।
এদিকে, কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন । গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সৈনিকদের উপর এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে অ্যাসোসিয়েশন। পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে টাইমস টুয়েন্টিফোরের চিত্রসাংবাদিক সুজিত আচার্যর উপরে কিছু দুস্কৃতিকারী সিদ্ধি আশ্রম এলাকায় প্রাণনাশের উদ্দেশ্য হামলা চালায়। তাতে চিত্র সাংবাদিক গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।