নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর:
সোমবার বামুটিয়া কৃষি মহকুমার অন্তর্গত বিনোদিনী স্কুল প্রাঙ্গণে কৃষকদের সঙ্গে মহকুমা ভিত্তিক সচেতনতা ও মত বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে।
এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী,বিডিও বামুটিয়া আমিতাভ ভট্টাচার্য, বামুটিয়া কৃষি তত্বাবধায়ক রাজু রবি দাস, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ,পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নিখিলেশ দত্ত সহ কৃষকরা।
এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে দপ্তরের আধিকারিকরা ধান ক্রয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন।এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী বলেন, কৃষকদের স্বার্থে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে।সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কেন্দ্র থেকে কোনো আর্থিক সহায়তা এখনো না আসলেও রাজ্য সরকারের তরফে ৫ কোটি টাকা প্রদান করা হয়েছে।
সরকারি সহায়ক মূল্যে ধানক্রয় সম্পর্কিত বিষয়ে বলেন, গত মরশুমে যারা ধান বিক্রি করেছেন তাদের যারা এখনো টাকা পাননি তাদের টাকা শীঘ্রই প্রদানের ব্যবস্থা করা হবে এই বিষয়ে কথা চলছে।পাশপাশি বিগত সরকারের আমলে সরকার ধান ক্রয় করতো না যার কারণে কৃষকরা ক্ষতির সম্মুখীন হতো বলে বামফ্রন্ট সরকারের সমালোচনা করেন।