BRAKING NEWS

৩ ডিসেম্বর দিল্লিতে তিপ্রাসা চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা হবে: প্রদ্যোত

আগরতলা, ২৪ নভেম্বর : তিপ্রাসা চুক্তির দ্বিতীয় দফা আলোচনা আগামী ৩ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা। নিজ সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রদ্যোত কিশোর।

শ্রী দেববর্মা আরো বলেন, “আমাদের তিপ্রাসাদের ভবিষ্যৎ নিয়ে আপোস করা যাবে না এবং আমি আমাদের সম্প্রদায়ের এজেন্ডাকে প্রথমে রাখব এবং কোনো রাজনৈতিক সুবিধার দিকে তাকাব না। কয়েকজন নেশার থেকে তিপ্রাসাদের উন্নয়ন বেশি জরুরি।”

এবিষয়ে রবিবার ত্রিপুরা স্বরাষ্ট্র বিভাগের জনৈক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন যে, তিপ্রাসা চুক্তির দ্বিতীয় বৈঠকটি আগামী মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে হওয়ার কথা রয়েছে তবে তারিখটি এখনও চূড়ান্ত হয়নি।

কেন্দ্র ইতিমধ্যেই এ কে মিশ্র(উপদেষ্টা, উত্তর-পূর্ব, স্বরাষ্ট্র মন্ত্রক)- র নেতৃত্বে একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন রদয়ত কিশোর দেববর্মা, টিএমপি সভাপতি বি কে রাঙ্খল, স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর-পূর্ব বিষয়ক সচিব এবং ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দফতরের সচিব এবং আদিবাসী কল্যাণ বিভাগের সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *