BRAKING NEWS

গ্ৰেড পে বঞ্চনার প্রতিবাদে সরব বিশালগড় ইউনিটের বিজ্ঞান শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৪ নভেম্বর:
গ্ৰেড পে বঞ্চনার প্রতিবাদে সরব হলেন বিশালগড় ইউনিটের অধীন বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশন। তাদের অভিযোগ ২০১৭ সালে বিগত বামফ্রন্ট সরকার পে এন্ড পেনশন রিভিশন কমিটি সুপারিশ করে পে রিভিউ করেছিল। এই স্কিমের আওতায় বিগত সরকার গ্রেড পে স্থির করে দিয়েছিল। যার ফলে সমস্ত ধরনের স্নাতক স্তরের বিজ্ঞান শিক্ষক অস্নাতক স্তরের শিক্ষক স্নাতকোত্তর স্তরের শিক্ষক এমনকি অশিক্ষক কর্মচারীরা পর্যন্ত বঞ্চিত হচ্ছে গ্ৰেড পে থেকে। অতীতে গ্রেড পে চার বছর ১০ বছর এবং ১৭ বছর পর জাম্প দিতো । বর্তমান সরকারের কাছে বিশালগড় বিভাগের অধীন স্নাতক স্তরের বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশনের দাবি যাতে করে বর্তমান সরকার এই নীতি পরিবর্তন করে। তাহলে লাভবান হবে শিক্ষকরা এবং তাদের গ্ৰেড পে লাফ দিয়ে বাড়বে, স্থির থাকবে না।

রবিবার সকাল বেলা বিশালগড় নামার বাজার তরুণ সংঘ ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিষয়গুলো তুলে ধরেন ২০১২সালের বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য অমিত রায় এবং বিশালগড় ইউনিটের বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশনের সভাপতি হারাধন দেবনাথ এবং সম্পাদক উত্তম দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *