BRAKING NEWS

“এক পেড় মা কে নাম” অভিযান এখন অন্যান্য দেশেও পৌঁছে যাচ্ছে : প্রধানমন্ত্রী 

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): “এক পেড় মা কে নাম” অভিযান এখন অন্যান্য দেশেও পৌঁছে যাচ্ছে। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন-কি-বাত অনুষ্ঠানের ১১৬-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কয়েক মাস আগে, আমরা ‘এক পেড় মা কে নাম’ অভিযান শুরু করেছি। সমগ্র দেশের মানুষ ব্যাপক উৎসাহের সঙ্গে এই অভিযানে অংশ নেয়। এখন এই উদ্যোগ বিশ্বের অন্যান্য দেশেও পৌঁছে যাচ্ছে। আমার সাম্প্রতিক গায়ানা সফরের সময়, রাষ্ট্রপতি ডঃ ইরফান আলী, তাঁর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যরা ‘এক পেড় মা নাম’ অভিযানে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন।”

সাম্প্রতিক গায়ানা সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গায়ানায় একটি ‘মিনি ইন্ডিয়া’ও রয়েছে। প্রায় ১৮০ বছর আগে, ভারত থেকে লোকজনকে গায়ানায় নিয়ে যাওয়া হয়েছিল ক্ষেতে শ্রমিক হিসাবে কাজ করার জন্য এবং অন্যান্য কাজের জন্য। এখন গায়ানার ভারতীয় বংশোদ্ভূত লোকজন রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে গায়ানার নেতৃত্ব দিচ্ছে। গায়ানার প্রেসিডেন্ট ডঃ ইরফান আলীও ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতীয় ঐতিহ্য নিয়ে গর্বিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *