নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): সোমবার, ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সংসদের শীতকালীন অধিবেশন চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার ৭৫-তম বর্ষ উদ্যাপন করতে ২৬ নভেম্বর পুরনো সংসদ ভবন বা সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস পালন হবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এবারের শীতকালীন অধিবেশনে, বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে চিনের সেনার সঙ্গে লাদাখ সীমান্তে কী রফা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কানাডার অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে ফেলতে পারে। এছাড়া আদানি ঘুষ কাণ্ডেও কেন্দ্রকে চাপে রাখতে পারে বিরোধীরা।