নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর:
আজ অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এগিয়ে চলো সংঘের সহযোগিতায় একটি মেগা রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মূখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় খাদ্য এবং পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী , আগরতলা পুর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার। অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের চ্যায়ারম্যান শ্রী রতন সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী সৈকত বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখেন প্রধান অতিথি রাজ্যের মাননীয় মূখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এবং বিশেষ অতিথি রাজ্যের মাননীয় খাদ্য এবং পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন এসোসিয়েশনের সভাপতি শ্রী সুমিত সাহা। আজকের এই রক্তদান শিবিরের মূল আকর্ষণ ছিলো জীবনে প্রথমবারের মত রক্তদাতাদের বিপুল সংখ্যক উপস্থিতি। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজকের এই রক্তদান শিবিরে মোট ৯২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
এসোসিয়েশন এই রক্তদান উৎসবে অংশগ্রহণ কারী সমস্ত রক্তদাতা , রক্তদান করতে এসেও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে রক্ত দান করতে পারেননি পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত এসোসিয়েশনের সব সদস্য , এগিয়ে চলো সংঘের সব সদস্য , প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সব সম্মানিত প্রতিনিধি সহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে। অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশন আগামী দিনেও আরও বেশী করে এই ধরণের সামাজিক দ্বায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।