কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): চার বছর আগে ২৫ নভেম্বর প্রয়াত হন মারাদোনা। সোমবার দিয়াগো আরমানদো মারাদোনার চতুর্থ মৃত্যুবার্ষিকী।
সুপারস্টার মারাদোনার নৈপুণ্যে আর্জেন্টিনাকে এনে দেন বিশ্বকাপ ট্রফি-সহ অগণিত সাফল্য।
১৯৮৪ সালের ২৪ বছর বয়সের দুর্বার কেরিয়ারে দিয়াগো আরমানদো মারাদোনা যোগ দেন দক্ষিণ ইতালির সাদামাটা দল নাপোলিতে। ক্লাব ফুটবলের উজ্জ্বল নক্ষত্র মারাদোনা, তাঁর একক নৈপুণ্যে অখ্যাত নাপোলি ঘরে তোলেন ইউরোপ দ্বিতীয় সেরা ট্রফি ইউরোপা লিগ এবং সেই সঙ্গে দুই দুবার হাত উঁচিয়ে ধরেন ইতালীয় সিরি আ ট্রফিও। তাঁরই কল্যাণে বিশ্বময় ছড়িয়ে পড়ে নাপোলি ক্লাবের নাম।
নাপোলি তাকে চিরদিন মনে রাখার জন্য তার গায়ে জড়ানো ১০ নম্বর জার্সি কাউকে কখনও দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাঁর মৃত্যুর পর নাপোলির’ সাম পাওলো’ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘দিয়াগো আরমানদো মারাদোনা স্টেডিয়াম’।