BRAKING NEWS

১৬ মাস পর কোহলির সেঞ্চুরি

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে বিধ্বস্ত একটা সিরিজ। ৬ ইনিংসে রান মাত্র ৯৩। আর এই ফর্ম নিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে গিয়েছিলেন কোহলি। প্রশ্ন উঠেছিল এই সিরিজে সাফল্য না পেলে এই সিরিজ কিছু সিনিয়র ভারতীয়দের কাছে হবে শেষ সিরিজ। কিন্তু রবিবার অস্ট্রেলিয়ার পার্থে প্রথম টেস্টের তৃতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দলকে তো সাহায্য করলেন সামনের দিকে এগিয়ে যেতে আর নিজেও অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ তম সেঞ্চুরিটি করে নিলেন কোহলি।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১২ বলে মাত্র ৫ রান করেন কোহলি, ঘুরে দাঁড়িয়েছেন দ্বিতীয় ইনিংসেই। যশস্বী জয়সওয়ালের ১৬১ রানের ইনিংস শেষে বিরাটও সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৪৩ বলে ঠিক ১০০ রান করার পর ভারত অধিনায়ক বুমরা ইনিংস ডিক্লেয়ার করে দেন । টেস্টে ১৬ মাস পর বিরাট সেঞ্চুরি পেলেন। সব মিলিয়ে ৩০। আর তিন ফরম্যাটে বিরাটের সেঞ্চুরি সংখ্যা এখন ৮১, শচীনের একশ সেঞ্চুরির কাছে পৌঁছাতে বিরাটের লাগবে আর ১৯টি সেঞ্চুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *