নিউইয়র্ক, ২৪ নভেম্বর (হি.স.): লোকসভা নির্বাচনে ভারত একদিনে প্রায় ৬৪ কোটি ভোটের গণনা করেছে। আর আমেরিকা এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া প্রদেশের ভোটগণনা করে উঠতে পারেনি। সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিতে ছাড়েননি ধনকুবের এলন মাস্ক। গত ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়েছে। তারপর থেকেই গণনা শুরু হলে একের পর এক প্রদেশে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ৩১২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। কমলা হ্যারিসের ঝুলিতে গিয়েছে ২২৬টি ইলেক্টোরাল ভোট। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হলেও ক্যালিফোর্নিয়া প্রদেশের ভোটগণনা এখনও চলছে। সেই কারণেই খোঁচা দিয়েছেন মাস্ক। ক্যালিফোর্নিয়ায় মোট ৩ কোটি ৯০ লক্ষ মানুষের বসবাস। তারপরেও এখনও ভোটের গণনা চলছে আমেরিকার এই প্রদেশে। আর ভারত মাত্র একদিনে প্রায় ৬৪ কোটি ভোটের গণনা করেছে। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতে এমনটাই বলতে চেয়েছেন মাস্ক। উল্লেখ্য, শনিবারই মহারাষ্ট্রে ও ঝাড়খণ্ডে ভোটগণনার পাশাপাশি দেশের ১৫টি রাজ্যে উপনির্বাচনের গণনাও হয়েছে। নজির সৃষ্টি করেছে নির্বাচন কমিশন।