কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): সোমবার, ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। ওই দিন শোক প্রস্তাব পাঠের পর অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যাবে। বিধানসভার অধিবেশনে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকার দু’টি পৃথক প্রস্তাব আনবে বলে জানা গেছে।
এছাড়াও বিধানসভার আসন্ন অধিবেশনে ওয়াকফ-প্রস্তাব আনতে পারে শাসক-পক্ষ। শোক প্রস্তাব পাঠের মাধ্যমে সোমবার বিধানসভার অধিবেশন শুরু হবে। মঙ্গল এবং বুধবার সংবিধান দিবস নিয়ে শাসকদলের আনা দু’টি প্রস্তাবের উপর আলোচনা হবে।