নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ নভেম্বর:
ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে রবিবার দুপুরবেলা কৈলাসহর শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনে অংকন মেধা স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় কৈলাশহর মহকুমার চারটি স্কুল অংশগ্রহণ করেছে এই চারটি স্কুল হল যথাক্রমে, আর্ট পার্ক এ, আর্ট পার্ক বি, গুরুকুল আর্ট স্কুল, ভাস্বতী অংকনালয়।
৪০০ অধিক ছাত্র-ছাত্রী এদিনের এই পরীক্ষায় অংশগ্রহণ করে, সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে আজ কৈলাশহরেও ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে এই পরীক্ষা হচ্ছে এদিনের এই পরীক্ষায় এক্সামিনার হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্যা তনুজা বড়ুয়া।
অনেক সুনামের সাথে দীর্ঘদিন ধরে গোটা রাজ্যে আর্ড স্কুল গুলি পরিচালনা করে আসছে ত্রিপুরা আর্ট সোসাইটি, এদিনের এই পরীক্ষা নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান ত্রিপুরা আর্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি কপিল কান্তি দাস।