সোনামুড়া, ২২ নভেম্বর : ২১ নলচর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী তথা সিপাহীজেলা জেলার জেলা পরিষদের সদস্য বেলা দেবনাথের নেমে বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম ও পত্র পত্রিকায় তাঁর নামে ভুয়া ও মিথ্যা খবর ছড়ানো হয়েছে।
প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে একটি গাঁজা ক্ষেতের ছবি এডিট করে বেলা দেবনাথের ছবি সেই ক্ষেতের উপর লাগিয়ে মিথ্যা ও বিভ্রান্তকর খবর পরিবেশন করা হয়েছে। এই নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল আসলে কি সেই গাঁজাক্ষেত বেলা দেবনাথ এর ছিল কি না।
জানা গিয়েছে পোয়ানবাড়ি এলাকাতে যে গাঁজা ক্ষেত রয়েছে, ওই গাঁজা ক্ষেতের মালিক আগরতলার একজন ব্যক্তি। ইতিমধ্যেই মেলাঘর থানার পুলিশ সেই গাঁজা ক্ষেত কেটে ধ্বংস করে দিয়েছে।
গাঁজাক্ষেতগুলি যদি বেলা দেবনাথের হতো তাহলে প্রশাসন গাঁজা ধ্বংস করার পর এক সুনির্দিষ্ট মামলা হাতে নিতেন। সূত্রের ভিত্তিতে বলা যায়, বেলা দেবনাথ গাঁজার সঙ্গে কোন অংশে জড়িত নয়। অনেকের মতে তাঁকে বদনাম করার জন্য এবং তাঁর রাজনীতি ক্যারিয়ার নষ্ট করতে একটা শ্রেণীর লোক মিথ্যা খবর ছড়িয়েছে।
যাচাই-বাছাই ছাড়া একজন নেতৃর বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকার নিন্দা জানিয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী বেলা দেবনাথ। আগামী দিনে এ বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং আইনের দারস্ত হবেন বলেও জানান তিনি।