আগরতলা, ২২ নভেম্বর : বিগত সরকারের আমলে পূর্বাশা অনুন্নত অবস্থায় ছিল। পূর্বাশা এলাকায় সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ত্রিপুরায় ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়নে বিভিন্ন কাজ করছে। আজ জনজাতি দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন পূর্বাশা চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন।
জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে জনজাতি দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাশা চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন।
বিধায়ক কিশোর বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বহিরাজ্য সহ রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাঁশবেতের তৈরি জিনিসপত্রের স্টল খোলার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের রেল স্টেশন এবং বিমান বন্দরেও পূর্বাশার শিল্পীদের তৈরি জিনিসপত্র নিয়ে দোকান শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
পূর্বাশা চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন আশা ব্যক্ত করেন, পূর্বে ত্রিপুরা বাঁশবেতের তৈরি শিল্পের মাধ্যমে দেশ তথা বিশ্বের দরবারে যেভাবে পরিচিতি পেয়েছিল সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে উল্লেখ্য উদ্যোগগুলির মধ্য দিয়ে পুনরায় প্রতিষ্ঠিত করা যাবে।