আগরতলা, ২২ নভেম্বর: এক অসহায় গাড়ির চালককে বহি:রাজ্যে চিকিৎসা পরিষেবা প্রদানে পাশে দাঁড়ালো অন্যান্য চালকরা।
ঘটনার জানা গিয়েছে, প্রায় আড়াই তিন বছর আগে বড়মুড়া এলাকায় একটি দুর্ঘটনার শিকার হয়েছিলেন ট্রাক চালক বরুন সরকার। ওই দূর্ঘটনায় তাঁর একটি পা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে ড্রাইভার এসোসিয়েশনের নিকট সাহায্যের আর্জি জানান বরুন সরকার। সেই ডাকে সারা দিয়ে বরুন সাহার পাশে দাঁড়ায় অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন। বহি:রাজ্য থেকে চিকিৎসা করিয়ে কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করেন তাঁরা।
অবশেষে বহি:রাজ্যে চিকিৎসা শেষে আজ রাজ্যে ফিরেন বরুন সরকার। আগরতলা বিমানবন্দরে তাকে পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানান অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন।
এক অসহায় গাড়ি চালকের সহযোগিতায় এগিয়ে আসলো অন্য চালকরা। শুক্রবার আগরতলার বিমানবন্দরে এসে পৌঁছলেন কৃত্রিম পা লাগানো ড্রাইভার বরুণ সরকার। গত আড়াই বছর আগে বড়মুড়া এলাকায় গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন উষা বাজারের বরুণ সরকার। এই দুর্ঘটনায় বরুণ সরকারের পা কেটে গিয়েছিল। তার পর থেকে অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন তিনি। শেষপযন্ত ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাহায্যে বরুন সরকারকে বহি রাজ্যে চিকিৎসা করিয়ে কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করে দেন।