BRAKING NEWS

মানিক ভান্ডার অটোরিক্সা শ্রমিক উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২২ নভেম্বর: ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত মানিক ভান্ডার অটোরিক্সা শ্রমিক উদ্যোগে শুক্রবার মানিক ভান্ডার অটোরিক্সা শ্রমিক সংঘের অফিস প্রাঙ্গনে অটো শ্রমিকদের নিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

মানিক ভান্ডার অটোরিক্সা শ্রমিক উদ্যোগে শুক্রবার রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। তাছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শ্যামল কান্তি পাল, টি আর কে এস জেলা সভাপতি বিপ্লব দেববর্মা, বি এম এস জেলা সভাপতি অনরজিৎ দেববর্মা, অটোরিক্সা শ্রমিক সংঘের কমলপুর মহকুমা সভাপতি নান্টু দেবনাথ, মানিক ভান্ডার অটোরিক্সা শ্রমিক সংঘের সভাপতি রমাপদ দেব, সম্পাদক শিবুভূষন সরকার প্রমুখ।

এদিন মোট ৩১ জন অটোরিক্সা শ্রমিক স্বেচ্ছায় রক্তদান করেন। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, রক্তদান মহৎ দান। মূমূর্ষ রোগীকে বাঁচাতে গিয়ে রক্তের প্রয়োজন। রক্তের বিকল্প নেই। আজকের রক্তদান শিবির উৎসবে রূপ নিয়েছে। রাজ্যে রক্তের চাহিদা পূরণ হচ্ছে রক্তদান শিবিরের মাধ্যমে। অটোরিক্সা শ্রমিক সংঘের কমলপুর মহকুমা সভাপতি নান্টু দেবনাথ এক সাক্ষাৎকারে বলেন, আজ অটোরিক্সা শ্রমিকেরা উৎসাহিত হয়ে মোট ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগামীদিনে আরো বড় অনুষ্ঠানে আমরা সামিল হব। এরজন্য ভারতীয় মজদুর সংঘের অনুমোদন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *