আগরতলা, ২২ নভেম্বর: আজ বিএসএফের তরফ থেকে সচেতনামূলক বাইক র্যালির আয়োজন করা হয়েছে। এদিনের বাইক র্যালিতে বিএসএফ, সিআরপিএফ, ত্রিপুরা পুলিশ, আসাম রাইফেলস, এনজিও-র সদস্যরা সহ ৩০০ জন বেশি অংশগ্রহণ ছিল।
রাজ্যে এইচআইভি এবং এইডস সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই র্যালির আয়োজন করা হয়েছে। আজ র্যালিটি সকাল ৮.৩০ টায় লিচুবাগান থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এবং গোকুলনগরে বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারে গিয়ে সমাপ্ত হয়।
এদিন ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অমিতাভ রঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মহৎ উদ্দেশ্যের প্রতি সমর্থন জানান।
এই প্রাণবন্ত উদ্যোগ একতা প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা বাহিনী ও সমাজের মধ্যে বন্ধন জোরদার করার জন্য বিএসএফ-এর প্রতিশ্রুতি তুলে ধরে।