BRAKING NEWS

পঞ্চভূতে বিলীন বীর শহীদ শুভঙ্কর ভৌমিক

আগরতলা, ২১ নভেম্বর : রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল সীমান্তে শহীদ শুভঙ্কর ভৌমিকের। আজ পৈতৃক ভিটেতে তাঁর নিথর দেহ সমাহিত করা হয়েছে। তার প্রয়াণে গোটা অমরপুরে শোকের ছায়া নেমে এসেছে।

আজ সকাল ১০. ৩০মিনিটে মৃতদেহ এসে পৌঁছেছিল অমরপুর বীরগঞ্জ নিজ বাসভবনে। অমরপুর উদয়পুর সড়কের থাকছড়া ন্যাকা পয়েন্ট থেকে অমরপুরের হাজার হাজার মানুষ বাইক রেলির মাধ্যমে অমরপুর নগর পঞ্চায়েতের সামনে। সেখানে শ্রদ্ধা জানান নগর চেয়ারম্যান। সেখান থেকে সোজা শুভঙ্করের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়িতে শহীদ জওয়ান শুভঙ্করকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রঞ্জিত দাস, অমরপুরের প্রাক্তন বিধায়ক জওহর সাহা, গোমতী জেলার পুলিশ সুপার এবং প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ অগণিত মানুষ।

পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে চার লক্ষ টাকার চেক পরিবারের হাতে  তুলে দিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সবশেষে সরবং স্থিত খামার বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জওয়ান শুভঙ্করের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের বীর সন্তান শুভঙ্কর ভৌমিক সোমবার রাতে সিয়াচেনে একটি ভয়াবহ তুষারধসের তাঁর মৃত্যু হয়েছে। দুর্ভাগ্যবশত, ঘটনাটি রাতে ঘটেছিল। যে কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান অসম্ভব হয়ে পড়ে। পরের দিন সকালে তাকে পাওয়া যায়। যদিও ততক্ষণে শহীদ হয়েছেন তিনি। 

গতকাল বিকেলে শহীদ সেনা জওয়ান শুভঙ্কর ভৌমিকের তেরঙ্গায় মোড়া কফিন বন্দি নিথর দেহ বিমান যোগে এমবিবি বিমানবন্দরে অবতরণ করেছিল। আজ সকালে শহীদ শুভঙ্কর ভৌমিকের বাড়ি অমরপুর মহকুমা সদর এলাকায় পৈতৃক ভিটেতে তাঁর নিথর দেহ সমাহিত করা হয়েছে। তাঁর প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *