আগরতলা, ২০ নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে পাল্টি খেয়ে এক বিলাসবহুল হুন্ডাই আইটেন গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। গাড়িটি গাছ ভেঙে রাস্তার পাশের ছড়ায় গিয়ে পড়ে দুমড়ে মুচড়ে যায়। তাতে অল্পেতে রক্ষা পেয়েছে গাড়িতে থাকা যাত্রী এবং চালক।
ঘটনা সম্পর্কে জানা গেছে, বুধবার সকাল বেলা জম্পুইজলা ব্লকের বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পাথালিয়া ঘাট ভিলেজের ওয়ারেং বাড়ি ৮ নং জাতীয় সড়কে টিআর০৩এন০৭৭২ নম্বরের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে বেশ কয়েকটি পাল্টি খেয়ে একটি গাছ ভেঙে বীণাপাণি ছড়াতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িটি দ্রুত গতিতে উদয়পুর থেকে লেম্বুছড়া যাচ্ছিল। বিকট শব্দ পেয়ে সাত সকালে গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে। উপস্থিত স্থানীয়রা বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগে গাড়ির চালক পালিয়ে যায়। এদিকে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়িতে থাকা যাত্রীরা অল্পেতে রক্ষা পেয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। সাত সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিশ্রামগঞ্জ থানা এলাকায় যান দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী বলেই অভিমত এলাকাবাসীর।