আগরতলা, ২০ নভেম্বর: সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি যাওয়ার রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়ে আছে। আজ বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হয়েছেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন যাবৎ কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি যাওয়ার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা অটো ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার তরফ থেকে পিডাব্লিউডি দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত রাস্তাটি সংস্কারের কাজ হচ্ছে না। এরই প্রতিবাদে আজ এলাকাবাসী একত্রিত হয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছেন। ওই অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কৈলাসহর গৌরনগর আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান মোঃ বদ্রুজ্জামান এবং তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন। তিনি অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসীরা পথ অবরোধ প্রত্যাহার করেন।