BRAKING NEWS

আইটিআইগুলোতে ভালো প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছিল না, তাই টাটা গোষ্ঠীর সাথে মৌ স্বাক্ষর করেছে সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ নভেম্বর : রাজ্যের আইটিআইগুলোতে ছাত্র ছাত্রীদের ভালো প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই টাটা টেকনোলজি লিমিটেডের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। আজ মৌ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ১৯টি আইটিআই-তে আগামী পাঁচ বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাতে, এই যৌথ প্রকল্প বাস্তবায়নে ৬৮৩ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয় করা হবে। এর মধ্যে টাটা টেকনোলজি লিমিটেড ৮৬ শতাংশ এবং রাজ্য সরকার ১৪ শতাংশ প্রকল্প ব্যয় বহন করবে।

এদিন তিনি আরও বলেন, রাজ্যে শিল্প ও বাণিজ্য বিভাগ, টাটা টেকনোলজি লিমিটেড এর সাথে অংশীদায়িত্বে ১৯টি আইটিআই-কে আধুনিকরণ করার জন্য একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করতে প্রস্তুত৷ মূলত, এর মাধ্যমে প্রশিক্ষণ সুবিধা আধুনিকীকরণ, উন্নত কোর্স প্রবর্তন এবং আইটিআই স্নাতকদের কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে উদীয়মান প্রযুক্তি খাতে দক্ষতার ব্যবধান পূরণ করা।

এদিন তিনি বলেন, রাজ্যের আইটিআইগুলোতে ছাত্র ছাত্রীদের ভালো প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছিল না।কারণ, আইটিআইগুলো অনেক পুরোনো হয়েছে। দীর্ঘ দিন ধরে পুরোনো টেকনোলজি মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হতো। ফলে, ছাত্র ছাত্রীরা পাশ করে বহিরাজ্যে প্লেসমেন্ট পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হতো। তাই সরকারের তরফ থেকে আইটিআইগুলোকে আধুনিকরণের জন্য টাটা টেকনোলজি লিমিটেডের সাথে মৌ স্বাক্ষর করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, টাটার আগমনে রাজ্যের শিল্পায়নের অগ্রগতি হবে। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষার্থীদের টাটার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানেরও সুযোগ করে দেওয়া হবে। এই উদ্যোগের ফলে রাজ্যের ছেলেমেয়েদের শিল্প ও কারিগরি শিক্ষায় আগ্রহ বাড়বে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।মুখ্যমন্ত্রী বলেন, এই চুক্তির ফলে টাটা টেকনোলজিস লিমিটেড রাজ্যের আইটিআইগুলিকে বিভিন্ন অত্যাধুনিক সুবিধা যেমন, প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন, ইলেকট্রিক ভেহিক্যাল ট্রেনিং সেন্টার, অ্যাডভান্সড মেশিনিং অ্যান্ড ম্যানুফেকচারিং সেন্টার, থ্রিডি প্রিন্টারস, রোবোটিক সিমুলেশানস ইত্যাদিতে সজ্জিত করা হবে। বর্তমান পুরোনো পদ্ধতি ব্যবহারের পরিবর্তে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করলে রাজ্যের ছেলেমেয়েরা উপকৃত হবে।
তাঁর কথায়, রাজ্যের আইটিআইগুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আইটিআই পাশ ছেলে মেয়েদের স্টার্টআপ থেকে শুরু করে বহিরাজ্যে প্লেসমেন্ট পাওয়ার সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এদিনের স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, টাটা টেকনোলজির জেনারেল ম্যানেজার স্বাগতা ঘোষ ও হেড অফ বিজনেস অর্ঘ্য বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *