আগরতলা, ২০ নভেম্বর : বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতির কারণে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি খোয়াই জেলার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রায় ৩০জন ছাত্র-ছাত্রীকে। বুধবার গোটা রাজ্যে ওই বিদ্যালয়ের এধরনের উদ্যোগের পরিপ্রেক্ষিতে ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয় ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের প্রিন্সিপাল সর্বাণী ভট্টাচার্য জানিয়েছেন, মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন। সি.বি.এস.সি বোর্ড দ্বারা এই বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। সি.বি.এস.সি বোর্ডের নিয়ম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার শতকরা ৭৫ শতাংশ থাকা বাঞ্ছনীয়। কিন্তু একাংশ ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার ৫০ শতাংশের থেকেও নিচে। বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন হওয়ার পর থেকে সি.বি.এস.সি বোর্ডের নিয়ম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার যেন ৭৫ শতাংশ থাকে এই বিষয়ে ছাত্র সহ অভিভাবকদের অবগত করা হলেও একাংশ ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার একেবারেই নেই বললেই চলে।
এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের এবং শিক্ষার প্রতি সচেতন দৃষ্টি রাখেতে পারে, সেই লক্ষ্যমাত্রা’কে সামনে রেখে ৫০ শতাংশের নিচে যাদের উপস্থিতির হার তাদেরকে বুধবার থেকে PT-2 পরীক্ষায় বসতে দেয়নি বিদ্যালয়ে কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রীর বিদ্যালয়ে উপস্থিতির হার কম ছিল বলে PT-2 পরীক্ষায় তারা বসতে পারেনি।
সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিবাচক প্রতিক্রিয়া আসছে। আগামীদিনে ছাত্র-ছাত্রীদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে এই ধরনের সু-উদ্যোগকে সমর্থক করছেন অনেকেই। মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই গঠনমূলক ভূমিকায় বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।