নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : পাকিস্তানের মাটিতে দৃষ্টিহীন খেলোয়াড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না ভারতের দৃষ্টিহীন খেলোয়াড়দের ক্রিকেট দল। বুধবার ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড ইন ইন্ডিয়া (সিএবিআই) দৃষ্টিহীন খেলোয়াড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। বিশ্বকাপ খেলতে পাকিস্তানে ভ্রমণের জন্য ভারত সরকারের অনুমতি না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
সিএবিআই এক বিবৃতিতে জানায়, ‘যদিও এটা হতাশার, তবুও সিএবিআই সরকারের সিদ্ধান্তকে সম্মান জানায়। আগামী ২২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে দৃষ্টিহীন খেলোয়াড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে l