BRAKING NEWS

লংতরাইভ্যালীতে দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের সঙ্কট

আগরতলা, ২০ নভেম্বর : লংতরাইভ্যালী মহকুমার একাধিক এলাকায় দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন জনগণ।

প্রসঙ্গত, লংতরাইভ্যালী মহকুমায় অফিসার পাড়া, ফিশারি পাড়া ও ছৈলেংটা এই তিনটি জায়গায় একটি পাম্পের মাধ্যমে দীর্ঘদিন ধরে জল সরবরাহ করা হয়। কিন্তু বিগত এক মাস যাবত ওই এলাকাগুলোতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এ নিয়ে বহুবার অভিযোগ করার পরেও কাজের কাজ কিছু হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

স্থানীয়দের মতে, পানীয় জল সরবরাহের বিষয়ে জলের মেশিন অপারেটরদের কাছে অভিযোগ করা হলে তারা প্রতিবার কিছু না কিছু অজুহাত দিয়ে দেন। এমনকি জলের গাড়ির মাধ্যমেও এলাকায় সঠিকভাবে জল সরবরাহ করা হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা।

অফিসার পাড়ার জনৈক বাসিন্দা জানিয়েছেন, জল সরবরাহকারীদের থেকে তিনি জানতে পারেন, তাদের মোটর মেশিন নষ্ট হয়ে আছে বলে সঠিকভাবে জল সরবরাহ করতে পারছেন না। সেক্ষেত্রে মেশিন কবে অবধি ঠিক করা হবে তা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য করেন নি কর্মীরা, এমনটাই জন্যও সেই ব্যক্তি।

এই অবস্থায় কিভাবে জলের এই সমস্যা সমাধান হবে সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *