দূষণ বাড়ছে হরিয়ানায়, পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ

চন্ডীগড়, ১৬ নভেম্বর (হি.স.) : বিগত কিছু দিন দূষণের কবলে রাজধানী দিল্লি। দিল্লির মতোই খারাপ অবস্থা হরিয়ানাতেও। আবার খড়বিচুলি পোড়ানোর ঘটনাও ঘটছে। ক্রমবর্ধমান দূষণের পরিপ্রেক্ষিতে, হরিয়ানা সরকার পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে স্কুল শিক্ষা অধি দফতরের পক্ষ থেকে সমস্ত জেলা জেলা প্রশাসকদের কাছে একটি চিঠি লেখা হয়েছে।

হরিয়ানা সরকারের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, ক্রমবর্ধমান বায়ুদূষণের পরিপ্রেক্ষিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে স্কুল শিক্ষা অধি দফতরের পক্ষ থেকে সমস্ত জেলা জেলা প্রশাসকদের কাছে একটি চিঠিও লেখা হয়েছে।