BRAKING NEWS

ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে শিক্ষা দপ্তরে বিক্ষোভ টিএসএফ-র

আগরতলা, ১৫ নভেম্বর: ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে শিক্ষা দপ্তরে বিক্ষোভে সামিল হয়েছে টিএসএফ।

এদিন সংগঠনের এক কর্মী বলেন, দীর্ঘ দিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবি শিক্ষা দপ্তরে জানানো হচ্ছে। তারপর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আসলে জনজাতি ছাত্র ছাত্রীদের ভাবাবেগ নিয়ে খেলছে সরকার। এরই প্রতিবাদে আজ দপ্তরের সামনে সংগঠনের কর্মী-সমর্থকেরা ফটক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, অতিসত্বর ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *