নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): গুরু নানক জয়ন্তী অথবা গুরুপরব শুক্রবার ভারত-সহ বিশ্ব জুড়ে ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনায় পালিত হচ্ছে। এটি প্রথম শিখ গুরু গুরু নানক দেবজির জন্মদিনকে চিহ্নিত করে, যিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন। এই বছর গুরু নানক দেবজির ৫৫৫ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।
এই দিনে বিশ্বজুড়ে শিখ ভক্তরা প্রার্থনা করেন। শুক্রবার পঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরে বিশেষ প্রার্থনা করেন শিখরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে গুরুনানক জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, শ্রী গুরু নানকদেব জির শিক্ষা আমাদের করুণা, দয়া এবং নম্রতার চেতনাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করতে থাকুক।