BRAKING NEWS

গন্তব্য ৩টি দেশ, ১৬ নভেম্বর থেকে ৬ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ নভেম্বর থেকে ৬ দিনের বিদেশ সফরে যাচ্ছেন। এই সফরে প্রধানমন্ত্রী মোদীর গন্তব্য নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা। ত্রিদেশীয় সফরের শুরুতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ১৬ ও ১৭ নভেম্বর নাইজেরিয়ায় সরকারি সফর করবেন। পশ্চিম আফ্রিকা অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটিই প্রথম সফর এবং বিগত ১৭ বছরে ভারতীয় কোনও প্রধানমন্ত্রীর নাইজেরিয়ায় প্রথম সফর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলে ১৯-তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান করবেন। বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে ভূমিকার কথা তুলে ধরবেন। এটি হতে চলেছে প্রধানমন্ত্রীর ব্রাজিলে তৃতীয় সরকারি সফর। এরপর গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে প্রধানমন্ত্রী চলতি মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত গায়ানা সফরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *