কলকাতা, ১৫ নভেম্বর(হি.স.): লটারি দুর্নীতি কাণ্ডে শহরজুড়ে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার দক্ষিণ কলকাতার লেক মার্কেট এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৩ কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকার সঠিক পরিমাণ জানতে জোর কদমে চলছে টাকা গোনার কাজ।
ইডি সূত্রে জানা গিয়েছে, লটারি দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো শুরু হয়। লেক মার্কেট এবং মধ্যমগ্রামের মাইকেলনগর এলাকায় অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পর শুক্রবার সকালে লেক মার্কেট এলাকার ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। টাকা গোনার মেশিন নিয়ে হাজির হন তদন্তকারী আধিকারিকরা।
তল্লাশির সময় ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়, যা দেখে চমকে ওঠেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত ব্যবসায়ীর নাম-পরিচয় প্রকাশ্যে আসেনি। তবে সূত্রের খবর, লটারি দুর্নীতি কাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে সন্দেহ করছে ইডি।
ইডি-র এক আধিকারিক জানান, “লটারি দুর্নীতির তদন্তে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধান করা হচ্ছে।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাস করছেন, তবে তার সম্পত্তি নিয়ে আগে কখনও প্রশ্ন ওঠেনি। ইডি-র তদন্তে লটারি দুর্নীতির আরও কিছু অজানা দিক সামনে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। লটারি দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তৎপর ইডি-র এই অভিযান আরও কতদূর গড়ায় এবং কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে এখন নজর সবার।