BRAKING NEWS

কেন্দ্রীয় সরকারের লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যকে সব দিক দিয়ে আত্মনির্ভর ও শক্তিশালী করে গড়ে তোলা : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

আগরতলা, ১৫ নভেম্বর : কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যকে সব দিক দিয়ে আত্মনির্ভর ও শক্তিশালী করে গড়ে তোলা| আজ আগরতলায় মহাকরনে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে তিনি একথা বলেন|

বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, বিদ্যুতমন্ত্রী রতন লাল নাথ, খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প বানিজ্য প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, রাজ্য সভার সংসদ সদস্য রাজীব ভট্টাচার্য, ডোনার সচিব চঞ্চল কুমার, মুখ্যসচিব জে কে সিনহা সহ রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিব, অধিকর্তা সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন|

বৈঠক শেষে সংবাদ মাধ্যমের কাছে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ডোনার মন্ত্রকের প্রায় সব প্রকল্প নিয়ে আলোচনা হয়| তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অঞ্চলের বিকাশে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন| তিনি বলেন, গত ১০ বছরে এই অঞ্চলের প্রতিটি ক্ষেত্রেই উত্তরোত্তর বিকাশ সাধিত হয়েছে| তিনি বলেন, ১০ বছর আগে, উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যেখানে ২৪ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল সেখানে গত ১০ বছরেরই ১ লক্ষ ৩ হাজার কোটি অর্থাৎ চারগুন বেশি বরাদ্দ হয়েছে| একইভাবে উত্তর-পূর্ব অঞ্চলের জন্য গ্র্যান্ট ইন-এইড বৃদ্ধি করে বর্তমানে হয়েছে ৬২,০০০ কোটি টাকা।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং ডঃ মানিক সাহার নেতৃত্বাধীন সরকারকে সম্পূর্ণ সহায়তা করে যাচ্ছে। রাজ্য সরকারের কাজের প্রশংসা করে তিনি বলেন, এর ফলেই রাজ্য দ্রুত উন্নয়ন ঘটে চলেছে। রাজ্যের জিএসডিপি ৯০,০০০ কোটি টাকাযা পৌঁছেছে এবং জিডিপি- বৃদ্ধির হার ৯%-এ পৌঁছেছে। একইভাবে মাথাপিছু আয় নতুন উত্সাহজনক উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্বে সকল রাজ্যে উন্নয়নের গতি বেগবান হয়েছে, এই মন্তব্য করে তিনি বলেন, গত ৬০ বছরে উত্তর-পূর্বে ১০ হাজার কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণ করা হয়েছিল। আর মোদী সরকার আসার পর কেবল গত দশ বছরেই  এই অঞ্চলে ৫,৫০০ কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণ করা হয়েছে।

স্বাধীনতার পর উত্তরপূর্বাঞ্চলে যেখানে মাত্র ১ টি রাজ্যে রেলের সুবিধা ছিল বর্তমানে গত ১০ বছরে তিনটি রাজ্য রেল পরিষেবা চলছে| তিনি আশা ব্যক্ত করে বলেন,  আগামী ২ বা ৩ বছরে উত্তর পূর্বের সব রাজ্যে রেল চলবে। রেল  মন্ত্রক এই রাজ্যগুলোতে ১৯ টি প্রকল্পের জন্য ৮২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বলে তিনি জানান| তিনি বলেন, বিমান যোগাযোগেও প্রভূত উন্নতি হয়েছে| এই অঞ্চলে বর্তমানে ১৭টি বিমানবন্দর রয়েছে অথচ ১০ বছর আগে পর্যন্ত ৯টি বিমানবন্দর ছিল।

কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরায় পর্যটন, ত্রিপুরার কুইন প্রজাতির আনারস, উদ্যান চাষাবাদ এর  যথেষ্ট সম্ভাবনার কথা ব্যক্ত করেন | কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জানান, সারা দেশে বি এস এন এল ৪-জি মোবাইল পরিষেবার বিস্তার ঘটিয়েছে| প্রায় সব গ্রামেই এই পরিসেবা পৌছেছে| ভারেতে বর্তমানে ৬-জি পরিসেবা নিয়ে কাজ চলছে| ভারত একমাত্র দেশ যেখানে ৫-জি পরিসেবা অতি দ্রুততার সঙ্গে চালু করা হয়েছে| মোবাইল পরিসেবার উন্নয়নে ও বিস্তারে ১১৯ টি টাওয়ার বাসনোর কাজ চলছে | ইতিমধ্যেই ৯৫ টি টাওয়ার বসানোর কাজ সম্পুর্ন হয়েছে|

তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলোর সংস্কৃতি ,কৃষ্টি ইত্যাদি বিশ্ব ব্যাপী প্রচারে আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর নয়াদিল্লির ভারত মন্ডপমে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে | তিনি জানান, উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিনিয়োগ আকৃস্ট করতে ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ সহ  দেশের বিভিন্ন শহরে রোড শো করা হচ্ছে| আগামী দিনে চেন্নাই, মুম্বাই, পুনে, ইন্দৌর কলকাতা প্রভৃতি শহরে এই ধরনের রোড শো করা হবে| রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা   সেখানে উপস্থিত থাকবেন বলে আশা করেন তিনি| দুই দিনের রাজ্য সফর শেষে কেন্দ্রীয় যোগাযোগ ও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্যা সিন্ধিয়া আজ ফিরে গেছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *