ওয়েলিংটন, ১৫ নভেম্বর (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের জন্য শুক্রবার যে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তার থেকে আজাজ প্যাটেলকে বাদ দিয়েছেন নির্বাচকরা।
স্পিনার আজাজ প্যাটেল গত মাসে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে সিরিজে ক্লিন সুইপ করতে সাহায্য করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের জন্য ব্ল্যাক ক্যাপস স্কোয়াড থেকে তিনি বাদ পড়েছেন।
নির্বাচক স্যাম ওয়েলস বলেছেন, “প্যাটেলকে বাদ দেওয়া কঠিন ছিল তবে স্যান্টনারকে তার সাম্প্রতিক ফর্ম এবং অলরাউন্ড ক্ষমতার জন্য পছন্দ করা হয়েছে। তাছাড়া গ্লেন ফিলিপস আরেকটি স্পিন বিকল্প আছে।”
ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট ২৮-২ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে ৬-১০ ডিসেম্বর এবং তৃতীয় টেস্ট ১৪-১৮ ডিসেম্বর হ্যামিল্টনে।
নিউজিল্যান্ড স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রকে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।