আগরতলা, ১৫ নভেম্বর: চতুর্থ জনজাতি গৌরব দিবস উপলক্ষে রাজধানীর রাজপথে শোভাযাত্রা বের করা হয়েছে। এদিনের শোভাযাত্রাটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে রবীন্দ্রভবনের সামনে গিয়ে শেষ হয়।
এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড: বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক বলেন, আজ মহান স্বাধীনতা সংগ্রামী, আদিবাসী নেতা এবং লোকনায়ক ভগবান বীরসা মুন্ডার জন্মদিবস। প্রতিবছর এই দিনটিকে দেশব্যাপী জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এ উপলক্ষে শুক্রবার এক র্যালীর আয়োজন করা হয়। এদিন তিনি আরও বলেন, আজকের দিনটিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে।