BRAKING NEWS

আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জেলাস্তরের আধিকারিকদের সাথে বৈঠকে বসবে দপ্তর : মন্ত্রী সুশান্ত 

আগরতলা, ১৪ নভেম্বর : ত্রিপুরায় আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি মোকাবিলায় জেলাস্তরের সকল আধিকারিকদের সাথে আলোচনা হবে। কালোবাজারি রোধে প্রশাসনের কঠোর ভূমিকায় ত্রিপুরা সরকার জোর দিয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি আবারও ত্রিপুরায় আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির দায় কৃষিদপ্তরের উপরই চাপিয়েছেন। তাঁর দাবি, পেঁয়াজ ও আলুর মূল্যবৃদ্ধি গণবন্টন ব্যবস্থার আওতায় আসে না। তা শুধু কৃষি দপ্তরের অধীনেই রয়েছে।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বেশ কিছুদিন যাবৎ বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কারণ, ভয়াবহ বন্যায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। তার ফলে আলু ও পেঁয়াজের চাহিদা পূরণ করতে মেঘালয়, পশ্চিমবঙ্গ ও অসম থেকে আনা হচ্ছে। তাতে বাজারে আলু-পেঁয়াজের দাম কিছুটা বেড়ে গিয়েছে। আগামীদিনে ত্রিপুরায় আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি মোকাবিলায় জেলাস্তরের সকল আধিকারিকদের সাথে আলোচনা হবে।বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বার বার প্রশাসনের তরফ থেকে অভিযান চালিয়ে যাচ্ছে। যারা রাজ্যে কৃত্রিম সংকট তৈরী করার চেষ্টা করবে ওই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারী দেন তিনি।

প্রসঙ্গত, সারা দেশে আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *