নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার হকি ইন্ডিয়া লিগ (এইচআইএল) টুর্নামেন্টের পক্ষ থেকে জোশুয়া বার্টকে ২০২৪-২৫ সংস্করণের কারিগরি প্রতিনিধি হিসাবে নিয়োগের ঘোষণা করা হয়েছে। জোশুয়া বার্টকে ২০১১ সাল থেকে আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করছেন। তিনি পুরুষ জুনিয়র বিশ্বকাপ (২০১৩), যুব অলিম্পিক গেমস (২০১৪), হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনাল (২০১৫ এবং ২০১৭), এবং এফআইএইচ চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১২ এবং ২০১৮) এ টেকনিক্যাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিও ২০১৬, টোকিও ২০২০ এবং প্যারিস ২০২৪-এ দায়িত্ব পালন করা বার্ট তিনটি অলিম্পিক গেমে অভিজ্ঞ। বার্ট বলেছেন, হকি ইন্ডিয়া লিগের জন্য টেকনিক্যাল ডেলিগেট হিসেবে নিযুক্ত হওয়া সম্মানের। হকি ইন্ডিয়া এবং ফ্র্যাঞ্চাইজিরা এই ইভেন্টে আমার উপর আস্থা রেখেছে এটা আমার কাছে অত্যন্ত গর্বের।”