BRAKING NEWS

টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়ে ভারত হারাল দক্ষিণ আফ্রিকাকে

কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.) : বুধবার টানটান উত্তেজনার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত প্রোটিয়াদের হারাল। এই ম্যাচে ভারত গড়লো বিশ্ব রেকর্ড l টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার রেকর্ড আগেই যৌথভাবে ছিল ভারতের দখলে। এবার ভারত এককভাবে এই রেকর্ড নিজেদের করে নিল। ২০২৪ সালে মোট ৮ বার ২০০ রান ছুঁয়েছে ভারত। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ২১৯ রান করে ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে ২০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা। ফলে ১১ রানে জয় পেয়ে চার ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। প্রথমে ভারত টসে জিতে ব্যাট করে। ইনিংসের দ্বিতীয় বলে সঞ্জু স্যামসন আউট হওয়ার পর তিলক বর্মাকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন অভিষেক শর্মা। অভিষেক ৫০ রান করে আউট হলেও দাপট দেখিয়ে ১০৭ রানে অপরাজিত থকেন তিলক। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন আন্দিলে সিমেলেন এবং কেশব মহারাজ। বিশাল রান তাড়া করতে নেমে হাল ছাড়েনি প্রোটিয়ারা। শুরু থেকেই মারকুটে ব্যাটিং শুরু করেও স্বাগতিকরা হেরে যায় ১১ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ১৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও ২২ বলে ৪১ রান করেন ক্লাসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *