BRAKING NEWS

প্রধানমন্ত্রী আজ আগরতলা সহ দেশের বিভিন্ন রেল স্টেশনে ১৮টি ভারতীয় জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছেন

নয়াদিল্লি/ আগরতলা, ১৩ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের বিভিন্ন রেল স্টেশনে ১৮টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছেন। শ্রী মোদী বিহারের দারভাঙ্গা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২ হাজার কোটি টাকারও বেশি অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও উদ্বোধন করার পাশাপাশি এই জনঔষধি কেন্দ্রগুলির উদ্বোধন করেন। এই কেন্দ্রগুলির মাধ্যমে রেল যাত্রীরা রেল স্টেশনগুলিতে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ ক্রয় করতে পারবেন।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, দেশে স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে সরকার সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। তিনি বলেন, সরকারের লক্ষ্য হল মানুষকে সাশ্রয়ী মূল্যে এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা ও ওষুধ সরবরাহ করা। প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ৭৫ হাজার নতুন মেডিকেল আসন যুক্ত করা হবে। শ্রী মোদী বলেন, দেশে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জন্য এক লক্ষ ৫০ হাজারেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির খোলা হয়েছে।

উল্লেখ্য বিহার, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ছত্তিশগড়, কর্ণাটক, গুজরাট, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশের স্টেশনগুলিতে এই নতুন ১৮ টি জনঔষধি কেন্দ্র চালু হচ্ছে। চলতি বছরের মার্চ মাসে ৫০টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র চালু হয়েছে।

প্রধানমন্ত্রী জনঔষধী কাউন্টারের উদ্বোধন উপলক্ষে আজ আগরতলা রেল ষ্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের কাউন্সিলর উদয়ভাষ্কর চক্রবর্তী,  এন এফ রেলওয়ের লামডিং ডিভিশনের, ডিভিশনাল কর্মার্শিয়াল ম্যানেজার এ.কে. পান্ডে প্রমুখ । আগরতলা রেল ষ্টেশনে জনঔষধী কেন্দ্র চালু করায় সাংসদ শ্রী ভট্টাচার্য প্রধানমন্ত্রীর উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এন এফ রেলওয়ের লামডিং ডিভিশনের বদরপুরের পর আগরতলা রেল ষ্টেশনে জনঔষধী কেন্দ্র চালু করা হল। এতে শুধু রেল যাত্রীদেরই সুবিধা হবে তাই নয়, সাধারন৷ মানুষও এখান থেকে উচ্চ গুণমানের ও সস্তায় ওষুধ কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *