রাঁচি, ১৩ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ। বুধবার সকালে রাঁচির একটি পোলিং বুথে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন সঞ্জয় শেঠ। ভোট দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ বলেছেন, “ঝাড়খণ্ডের জনগণ এই ৫ বছরের দুর্নীতিতে বিরক্ত। বিজেপি এখানে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে।”
কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ আরও বলেছেন, “ঝাড়খণ্ড কি ধর্মশালা, উদ্বাস্তু কেন্দ্র? বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশকারীদের ডাকা হচ্ছে। বিজেপি একটি অঙ্গীকার নিয়েছে, ২৪ নভেম্বর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সীমান্ত থেকে বের করে দেওয়া হবে। গতকাল, এখানকার স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা বলেছিলেন যে ‘হিন্দুরা চরমপন্থী’ .. .ভোট ব্যাঙ্কের জন্য হিন্দু ধর্মকে অপব্যবহার করা তাদের ঐতিহ্য।”