আগরতলা, ১৩ নভেম্বর : দীর্ঘবছর ধরে বেহাল রাস্তার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। নাগরিক জীবনের মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের পশ্চিম জারুলবাচাই সেমনা পাড়ার ৭ নং ওয়ার্ডের এলাকাবাসীরা। তাই ওই এলাকার জনগণরা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দীর্ঘবছর ধরে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের পশ্চিম জারুলবাচাই সেমনা পাড়ার ৭ নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। সংস্কারের অভাবে রাস্তা চলাচলের অনুপযোগী। তাছাড়া, ওই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। তাঁদের অভিযোগ, বিজেপি ও মথার নেতৃত্বদের আশ্বাস পেয়ে ভোট দিয়েছিলেন। কিন্তু তারপর রাস্তা সংস্কার এবং ওই এলাকার বিভিন্ন সমস্যার করে নি। একাধিকবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হলেও সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয় নি। তাঁদের দাবি , অতিসত্বর রাস্তা সংস্কার এবং মৌলিক চাহিদা পূরণ করতে হবে। তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।