হাফলং (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তৰ্গত উমরাংসোর লংকু জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা গত তিন মাস থেকে বেতন না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।
উমরাংসোতে এপিজিসিএল-এর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য লারসন অ্যান্ড টার্বো কোম্পানি ড্যাম নির্মাণের কাজ করছে। গত তিন মাস থেকে ওই কোম্পানির শ্রমিকরা বেতন না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের অভিযোগ, গত জুলাই মাস থেকে তাঁদের বেতন বন্ধ। প্রতি বছর দীপাবলিতে তাঁদের বোনাসও দেওয়া হয়। কিন্তু এ বছর দীপাবলিতে শ্রমিকরা বোনাস থেকে বঞ্চিত হয়েছেন। পুরো মাস তাঁদের কাজ করতে হয় ১৫ দিন দিবাভাগে শিফট এবং ১৫ দিন রাতের শিফটে।
দিনরাত এভাবে কাজ করে তাঁরা বেতন না পাওয়ায় তাঁদের পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে বলে আজ বুধবার শ্রমিকরা জানিয়েছেন। শ্রমিকদের দাবি, অবিলম্বে তাঁদের বকেয়া ও বোনাস মিটিয়ে না দিলে তাঁরা আর কাজে ফিরবেন না। পাশাপাশি তাঁদের বেতন সময়মতো প্রদানের দাবিও কোম্পানি কর্তৃপক্ষের কাছে পেশ রেখেছেন।
এদিকে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, কোম্পানির কিছু সমস্যার জন্য শ্রমিকদের বেতন প্রদানে কিছুটা সমস্যা হচ্ছে। তবে ১৫ নভেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
লারসন অ্যান্ড টার্বো কোম্পানির শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের হাতে তিন মাসের বকেয়া না আসা পর্যন্ত তাঁরা কোনও অবস্থায় কাজে যোগ দেবেন না।