দার্জিলিং, ১৩ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, ভোটের সময় বড় বড় কথা বলে গেলেও পাহাড়ের উন্নয়নে প্রাপ্য টাকাও আটকে রেখেছে কেন্দ্র।
বুধবার দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধন মঞ্চ থেকে এই অভিযোগ তুলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, কেন্দ্র রাজ্যের উন্নয়নে টাকা দেয় না। ভোটের সময় ভোট নিয়ে চলে যায় কেন্দ্র। ভোটের সময় টাকা বিলি করা হয়, নাম না করে এভাবেই বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
কয়েক বছর আগেও পাহাড় অশান্ত ছিল। একথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “একটা সময় কথায় কথায় পাহাড়ে অশান্তি তৈরি করা হত। সব কিছু বন্ধ করে দেওয়া হত। এখন শান্তি ফিরেছে। অনেকে এই শান্তি নষ্ট করতে চাইছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”