আগরতলা, ১৩ নভেম্বর : আজ আগরতলা রেল স্টেশনে জনৌষধি কাউন্টার উদ্বোধনে গিয়েছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সেখানে তিনি রেলওয়ের দ্বারা যাতায়াতের সুবিধা কথা বলেন। পাশাপাশি কয়েক মাসের মধ্যে রাজ্যে বন্দেভারত এক্সপ্রেস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন।
প্রসঙ্গত, আগরতলা রেল স্টেশনে জনৌষধি কাউন্টার খোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালী উদ্বোধন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন সংসদ রাজীব ভট্টাচার্য। উদ্বোধন শেষে তিনি দেশ তথা ত্রিপুরা রাজ্য সহ উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টাগুলোর প্রশংসা করেন এবং ধন্যবাদ জানিয়েছেন।
এদিন সংবাদ প্রতিনিধিদের সম্মুখে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে রেল যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হয়েছে। রাজ্যে রেলপথের ক্রমবর্ধমান উন্নতি হয়ে চলেছে। মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর হয়েছে। রাজ্য থেকে বহি:রাজ্যে যাতায়াতের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। ইতিমধ্যে ইলেকট্রিক লাইনের কাজ শেষ হয়েছে। তাই কয়েকমাসের মধ্যেই বন্দেভারত ট্রেন চালু হতে পারে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য।