BRAKING NEWS

শেয়ার বাজারে ফের পতন, প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি

মুম্বাই, ১২ নভেম্বর (হি.স.): ভারতীয় শেয়ার বাজারে ফের পতন। বিনিয়োগকারীদের প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সকালে শেয়ারবাজার আশার সঙ্গে খুলেছিল। কিন্তু, দিনের লেনদেনের সময়, ব্যাঙ্কিং, এফএমসিজি, অটো এবং জ্বালানি খাতের শেয়ারের জোরালো বিক্রির কারণে বাজার আবার মুখ থুবড়ে পড়েছে ।

সেনসেক্স ৭৯,০০০-র নিচে এবং নিফটি ২৪,০০০-র নিচে নেমে যায়। এদিনের লেনদেন শেষে, বিএসই সেনসেক্স ৮২১ পয়েন্টের পতনের সঙ্গে ৭৮,৬৭৫ পয়েন্টে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ২৫৭ পয়েন্টের পতনের সঙ্গে ২৩,৮৮৩ পয়েন্টে বন্ধ হয়।

শেয়ারবাজারে ব্যাপক দরপতনের কারণে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বিএসইতে তালিকাভুক্ত স্টকগুলির বাজার মূলধন কমেছে ৪৩৬.৫৯ লক্ষ কোটি টাকা, যা গত ট্রেডিং সেশনে ৪৪২.৫৪ লক্ষ কোটি টাকা ছিল৷ অর্থাৎ, আজকের লেনদেনে বিনিয়োগকারীরা ৫.৯৫ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *