আগরতলা, ১২ নভেম্বর : মঙ্গলবার ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যকে ড্রাগস মুক্ত করতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ, প্রতিটি পাড়ায় ড্রাগস বানিজ্য রুখতে ভিজিল্যান্স কমিটি গঠন, সমস্ত স্তরের শ্রমজীবিদের ঋণ মুকুব, এসসি-এসটি-ওবিসি ও সংখ্যালঘু নিগম থেকে নেওয়া শিক্ষা ঋণ সহ বিভিন্ন ধরনের ঋণ মুকুব, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ইত্যাদি আট দফা দাবি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সদস্যরা।
রাজধানীর ধলেশ্বরের আশ্রম রোড স্থিত ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের দপ্তরের সম্মুখে দাঁড়িয়ে সংগঠনের রাজ্য সম্পাদিকা রিজিয়া খাতুন জানান, জেলা শাসকের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে দাবিগুলো তুলে ধরার উদ্দেশ্যে আজকের এই ডেপুটেশন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মত প্রকাশ করে বলেন, তাদের এই দাবিগুলো পূরণ হলেই একটি সুস্থ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে।

