গোলাঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বুনো হাতির

গোলাঘাট (অসম), ৯ নভেম্বর (হি.স.) : রাজ্যে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুনো হাতির মৃত্যু হয়েছে। এবার গোলাঘাট জেলার অন্তর্গত নুমলিগড়ের পাৰ্শ্ববৰ্তী মরঙির এক কৃষিখেতে মৃত্যু হয়েছে বুনো হাতির।

অভিযোগ উঠেছে, বিদ্যুৎ বিভাগের গাফিলতি এবং খামখেয়ালিপনার জন্য গত তিন বছরে ১১টির বেশি বুনো হাতির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে৷ চলতি বছরে মৃত্যু হয়েছে চারটি বুনো হাতির৷

মরঙির ওই কৃষিখেতের ওপর দিয়ে হাতির দল সবসময় যতায়াত করে। বলা চলে এই খেত হাতিদের মুক্ত বিচরণভূমি৷ সব জেনেও খেতে পোঁতা একটি খুঁটি থেকে বিদ্যুৎ পরিবাহী তার ঝুলে রয়েছে। ওই তারের সংস্পর্শে এসে গতকাল শুক্রবার রাতে আরও একটি বনজ সম্পদ হাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবেশ প্রেমীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *