কলকাতা, ৯ নভেম্বর (হি.স.) : কয়েক দিন আগে রোহিত, কোহলিরা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রুতুরাজ গায়কোয়াডের ভারত ‘এ’ দল দুই ম্যাচের বেসরকারি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে।
দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারতীয় ব্যাটার এবং বোলারেরা ব্যর্থ হয়েছেন। ফলাফল ভারতীয়-এ দল ৬ উইকেটে হারলো অস্ট্রেলিয়া এ দলের কাছে। প্রথম বেসরকারি টেস্টে ৭ উইকেটে হেরেছিল ভারতীয় এ দল ।
ভারত দ্বিতীয় ইনিংসে ২২৯ রান করার পর অস্ট্রেলিয়ার এ দলের কাছে জয়ের লক্ষ্য ছিল ১৬৮ রান। ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে তারা। স্যাম কোনস্টাসের অপরাজিত ৭৩ এবং বিউ ওয়েবস্টেরের অপরাজিত ৪৬ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে এই জয় এনে দেয়l ভারতের হয়ে ১ রানে ২ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ।