কোয়েটা, ৯ নভেম্বর (হি.স.): পাকিস্তানের বালুচিস্তানে কোয়েটা রেল স্টেশনের কাছে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২০ জনের। এছাড়াও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় একটি ট্রেন প্ল্যাটফর্ম থেকে পেশোয়ার যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুত ছিল। শনিবার সকালে কোয়েটা স্টেশনের কাছে জোরালো শব্দে বোমা বিস্ফোরণ হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, জাফর এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে আসার ঠিক আগে রেলওয়ে স্টেশনের বুকিং অফিসে বিস্ফোরণ হয়। স্টেশনের স্বাভাবিক ভিড়ের কারণে হতাহতের সংখ্যা এত বেশি। রেল আধিকারিকরা জানিয়েছেন, জাফর এক্সপ্রেস সকাল ৯টা নাগাদ পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিস্ফোরণের সময় ট্রেনটি তখনও প্ল্যাটফর্মে আসেনি।