শ্রীনগর, ৮ নভেম্বর (হি.স.): ফের ধুন্ধুমার পরিস্থিতি জম্মু ও কাশ্মীর বিধানসভায়। ৩৭০ ধারা নিয়ে শুক্রবারও অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর বিধানসভা। রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। বিজেপির মতে, “গণতন্ত্রের অন্ধকার দিন।” জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার পিডিপি বিধায়ক এদিন ৩৭০ ধারা ফিরিয়ে আনার বিষয়ে একটি পোস্টার দেখান বিধানসভায়। এরপরই বিধানসভায় হট্টগোল শুরু হয়।
বিজেপি বিধায়কদের সঙ্গে রীতিমতো হাতাহাতি শুরু হয় এবং স্লোগান ওঠে। আওয়ামী ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখকে মার্শালরা বিধানসভা থেকে বের করে দেন। বিজেপি বিধায়করা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকেন। জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার আবদুল রহিম রাথেরের নির্দেশে, যে সমস্ত বিধায়করা বিধানসভার ওয়েলে নামেন তাঁদের মার্শালরা বের করেন দেন।