আগরতলা, ৭ নভেম্বর: এনডিপিএস মামলায় দুই নেশাকারীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিশালগড় আদালত।
প্রসঙ্গত, মধুপুর থানার পুলিশ ২০২৩ সালের ৪ জুন একটি লরিতে তল্লাশি চালিয়ে পশু খাদ্যবহনকারী গাড়ি থেকে প্রচুর পরিমাণ কফ সিরাপ বাজেয়াপ্ত করেছিল। ঘটনায় অঙ্কুজ শুক্লা ও রাজেন্দ্র সিং নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে বিশালগড় থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছিল।
এবিষয়ে সরকারী আইনজীবী গৌতম গিরি জানিয়েছেন, এনডিপিএস মামলায় দুই অভিযুক্তকে আদালত ১২ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পশু খাদ্যের সাথে অবৈধভাবে প্রচুর পরিমাণে কফ সিরাপ পাচারের জন্য মামলা করা হয়েছিল। আজ বৃহস্পতিবার তাদের বিশালগড় আদালতে তোলা হয়েছে। আদালত দুই অভিযুক্তকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছে। সাথে এক লাখ টাকা জরিমানা সহ অনাদায়ে আরো এক বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।